কাড়াকাড়ি

 খাদিজা বেগম


নারীর শরীর পু্রুষে আর 

ঐ পুরুষের শরীর নারী,

একে অন্যে ভোগের জন্যে

হায়েনার মতো কাড়াকাড়ি।।


সতি নারীর পতি কেড়ে

নিয়ে যায় পতিতা নারী,

বন্য পুরুষ কেড়িয়া নেয় 

সভ্য পুরুষের স্ত্রী।।


এই সমাজে চলছে এখন

ঘর ভাঙা নোংরা ছিনারী,

ষড়যন্ত্রের জালে ফেঁসে

সরল মানুষ আজ ফেরারী।।


ভোগ বিলাসে ডুবে থেকে

জ্ঞানীগুণী হয় আনাড়ী,

মানব মাঝে তাই তো দেখি

ধৈর্যহীন কুবৃত্তিধারী।।


প্রেমের নামে চরিত্রটা

ধ্বংস করে নরনারী,

আপন ঘরে হয়ে ওঠে

এক এক জনে অত্যাচারী।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান