ও গো আল্লাহ্

খাদিজা বেগম


ওগো আল্লাহ, আল্লাহ আমার

আমি পাপি বান্দা তোমার,

পাপ করেছি এতো বেশী

হিসাব রাখার উপায় নেই তার ।।


পাপে পাপে ভরেছে মন

অঝোরে তাই ঝরে নয়ন,

তোমার ক্ষমা চাই বারে বার

তুমি ছাড়া কেউ নেই আমার।।


তোমার দয়ার দুয়ার খোলো

ক্ষমা করে আমায় তোলা,

নেও তুলে নেও বান্দা তোমার

তুমি ছাড়া গতি নেই আর।।


আমি বড় অপরাধী

তোমার ক্ষমা পেতে কাঁদী,

তুমি বীনে আর কেউ নেই আর

এই পাপিকে ক্ষমা করার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান