তোমার নয়নে

 খাদিজা বেগম

তোমার নয়নে আমি পিছিয়ে পড়া মানুষ

তাই তো বলো নি কথা দাও নি আমায় গুরুত্ব,

তবুও যে তুমিই আমার বন্ধু লাগো সখি 

গোপনে গড়েছি আমি তোমার সাথে বন্ধুত্ব।


সবাই তো কচ্ছপের গতিতে এগিয়ে যায় না

কেউ কেউ আবার ঐ তীরের মত পিছিয়ে যায়,

পিছনে যেতে যেতে করে নিজ শক্তি সঞ্চয়

তার পর এক পলকে নিজ লক্ষ্যে পৌঁছে যায়।


তোমার টাকার হিসেবে আমি যে একটা শূণ্য

যার আগে পরে আর কিছু নাই,নাই কিছুই নাই,

শূণ্য থেকে সৃষ্টি হলো সুন্দর এই পৃথিবীটা

ভেবে দেখো শূণ্যের চেয়ে আর বড় কিছু নাই।।


তোমার আমার সূচনাতে একটি বিন্দু ছিল

অধৈর্য না হয়ে শেষ পর্যন্ত দেখ না বন্ধু!

মিথ্যাবাদী আর অহংকারীর ধ্বংস অনিবার্য

সত্যবাদী নিরবে গড়ে মানবতার সিন্ধু।


মিথ্যাবাদী অন্ধ থাকে দেখে না সে অহংকারে

সত্যবাদী অন্ধ হলেও তার আলোকিত আঁখি,

ভাল মন্দ দেখে বিবেক দিয়ে করে বিচার

নিজের স্বার্থে ডুবে থেকে দেয় না কাউকে ফাঁকি।










Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান