হালচাল

২৪/০৮/২০১৯ (ক: নং -২)

হালচাল

খাদিজা বেগম


ইঁদুর ভয়ে বিড়াল পালায়

চোরের ভয়ে পালায় পুলিশ,

এমন হালচাল দেখে ভাবি 

কোথায় গিয়ে করব নালিশ।।


মিঠা দেখে পিঁপড়া পালায়

হরিণ দেখা পালায় বাঘে ,

এমন গল্প শুনিনি আর

দেখিনি ও কভু আগে।


চোর, ডাকাতের বড় গলা

ধরলে করে ফিসফিস,

মাজারে আর মন্দিরে যায়

 সাধু ছদ্মবেশী ইবলিশ।।


শিয়াল এখন মুরগি পালে

তাই দেখিয়া আসে হাসি,

অফিসে আর আদালতে

সুদ, ঘুষের চাষ বারমাষি।।


আদর্শবান পায় না সালাম

সন্ত্রাসীদের করো কুর্নিশ, 

তাই মানুষের ভিতর থেকে

মানবতা হচ্ছে ফিনিশ।


যৌতুক নিয়ে করে বিয়ে

দেনমোহর না দিয়ে বরে,

বউয়ের কাছে ঋণী হয়ে

 মনুষ্যত্ব ধ্বংস করে।


শুকনো পাতা ঝরে পড়ে

বৃক্ষ মৃলে করে মালিশ,

নোংরা কপট রশি দিয়ে

ফাঁসি দিলো নির্মল সালিশ। 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান