আল্লাহ্

 

খাদিজা বেগম


আল্লাহ আল্লাহ ডাকছি তোমায়

দাও সাড়া দাও তুমি কোথায়?

জ্বলছে আগুন পুড়ছে হৃদয়

সয় না আমার এই কলিজায়।।


বাবা হারা এতিম আমি

আমাকে দাও আশ্রয় তুমি,

না পাই যদি তোমার আশ্রয়

বাঁচবো না আর এই দুনিয়ায়।।


বাবার স্মৃতি ঘুম নিয়েছে

কেমন করে থাকবো বেঁচে?

দয়া করে বাঁচাও আমায়

তুমি ছাড়া আর নেই উপায়।।


বুকের আগুন নিভিয়ে দাও

ভালবেসে কাছে ঠাঁই দাও,

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান