তোমার ছবি

 

খাদিজা বেগম


তোমার ছবি যেন, শুধুই ছবি নয়

এ যেন গো, আমার প্রেমের উপন্যাস,

যতবার দেখি, ঠিক ততবার আমি

 নিজেই ডাকে আনি, নিজের সর্বনাশ।।


তোমার আঁখি যেন, শুধুই আঁখি নয়

এ যেন গো, আমার ভালবাসার সিন্ধু,

যতবারই তাকাই, ততবারই ডুবিয়া যাই

তোমাতে ডুবে, আমাকে পাই না খুঁজে বন্ধু ‌।


তোমার বুক যেন, শুধুই বুক নয়

এ যেন গো, আমার প্রণয় ভরা আবাস,

অনেক আদরে, ভালবাসার চাদরে

আমায় তুমি, জড়িয়ে রেখ বারমাস।।


তোমার বাহু যেন, শুধুই বাহু নয়

এ যেন গো, আমার স্বপ্নে পাওয়া সুখ,

যতবারই জড়াই, ততবারই ভুলিয়া যাই

এ জীবনে জড়িয়ে থাকা সকল দুখ।


তোমার মুখ যেন, শুধুই মুখ নয়

এ যেন গো, আমার রংধনুর আকাশ,

ঐ মুখের বাঁকা হাসিতে ছড়ায় যেন

আমায় মাতাল করা মধুর সুবাস।।


তোমার ওষ্ঠ যেন, শুধু ওষ্ঠ নয়

এ যোনো গো, সর্গ সুখের স্থান,

যেখানে নেমে, অবুঝ হয়েছি প্রেমে

জুড়িয়েছি আমি, আমার দগ্ধ এ প্রাণ।


তোমার দেহ যেন, শুধু দেহ নয়

এ যেন আমায়, রক্ষা করার পাহাড়,

যতবার এসেছে, আমার জীবনে ঝড়

ততোবারই যে, সামনে দাঁড়িয়েছ তাহার।


তুমি আমার কাছে নও তো, কোন শাজাহান,

ইউসুফ, মজনু, কিংবা চন্ডিদাস আর দেবদাস,

তুমি তো তারও চেয়ে, আরও বড় প্রেমিক

এ আমার তোমার প্রতি, দৃঢ় বিশ্বাস।।


শুধু তোমার স্বরণে, প্রেম কাননে

ফোটে প্রতিটি ফুল, ধরে প্রতিটা কুঁড়ি,

কখনো যেন গো, ভুল করেও মেরনা

মন মাঝারে, বিশ্বাসঘাতকতার ছুঁড়ি।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান