ভিক্ষুক

 খাদিজা বেগম


ভিক্ষুক আমরা ভিক্ষুক, এই সমাজের চোখে আমরা ভিক্ষুক,

দুঃখ নিয়ে জন্মেছি তাই, কানায় কানায় দুঃখ ভড়া বুক।


এই সমাজে তোমরা সবে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত,

আমরা ভিক্ষুক বিত্তহীন, এই সমাজে নেই আমাদের অস্তিত্ব।


এই সমাজে তারাও মানুষ, যারা সুদখোর, ঘুষখোর, দুর্বিত্ত,

আমরা অমানুষ, তোমাদের দ্বারে হাত পেতে ঘুরি নিত্য।


তোমাদের বাড়িতে পোষা, কতো যে কুকুর, বিড়াল, পাখি,

কোনদিনও ভেবে দেখেছ কী,আমরা ভিক্ষুক কোথায় থাকি?


পায়ের জুতা নেই, গায়ের বস্ত্র নেই, নেই মাথার উপরে ছাদ,

জন্ম থেকেই সঙ্গী মোদের পেটের ক্ষুধা, আর অশ্রুপাত।


নেতা-নেত্রী ব্যস্ত দলের সেবায়, হুজুর ব্যাস্ত মাদ্রাসায়,

আমরা বাঁচে থাকি কিংবা মরে যাই, তাতে কার কি আসে যায়।

রোদে পুড়ে ছাই, বৃষ্টিতে ভিজে যাই, আরও শীতে কাপি ঠুকঠুক,

পোষা কুকুর বিড়ালের চেয়েও আমরা দুর্ভাগা ভিক্ষুক।


ভাগ্য দোষেই ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরি পথে প্রান্তরে,

লাটিমের মতো ঘুরতে হতো না দয়া থাকলে মানুষের অন্তরে।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান