কী হবে

খাদিজা বেগম


কী হবে ঐ মন্দিরে আর গির্জায় গিয়ে ঘন্টা দিয়ে?

যদি জুলুম করো তুমি, মানব মনে আঘাত দিয়ে।


কী হবে ঐ পুরোহিত আর ফাদারের রুপ ধারণ করে?

সাদা কাপড় জড়িয়ে গায়, যদি রাখো পাপ অন্তরে।


ধর্মের কি আর পোশাক থাকে নাকি থাকে পদ পদবী?

তারাই ধার্মিক মানুষ যারা এক শ্রোষ্টার পথ অবলম্বী।


কী হবে আর নামাজ পড়ে,ফরজ, নফল রোজা রেখে?

যদি না জল আসে তোমার, অসহায়ের কান্না দেখে।


কী হবে আর হাদিস শিখে, শুদ্ধ করে কুরআন পড়ে?

যদি তোমার মুখের কথায়, অন্যজনের অশ্রু ঝরে।


কী হবে আর বোরখা পরে,হিজাবে মুখ ঢেকে রেখে?

অন্তরে না থাকলে পর্দ, লাভ হবে না বাহির ঢেকে।


কী হবে আর দাড়ি রেখে, পাঞ্জাবি আর টুপি পরে?

যদি অন্যের হৃদয় ভাঙ, ইসলামের ঐ লেবাস ধরে।


কী হবে আর দান করিয়া, প্রতি বছর হজ্জে গিয়া?

সহযোগী হয়ে যদি, কথা বলো খোঁটা দিয়া।


কী হবে আর গোলাপ জলে, গোসল করে,আতর মেখে?

অন্তরে পাপের গন্ধ, কুচরিত্র মনে রেখে।


কী হবে আর অর্থ, ক্ষমতা, যৌবনের, এতো বাহাদুরি করে,

মাটির মানুষ মাটি হইবা, রইবা ঐ মাটিতে পরে।


কী হবে আর পাঠ করিয়া, রাত্রি জেগে নীতি বাক্য?

যদি বলো মিথ্যে কথা, বারে বার দাও মিথ্যে স্বাক্ষ্য।


কি হবে আর হাজার হাজার,আসলে মানুষ জানাজাতে,

অন্যের হক মেরে খেয়ে, ফল হবে না মোনাজাতে।


থাকতে সময় বলছি তোমায়, ভিতর থেকে হও মুসলমান,

লোভ লালসা ত্যাগ করিয়া, রক্ষা করো নিজের ঈমান।


কী হবে আর পশুর মতো,ঘেউ ঘেউ করে কামড়ে ধরে,

মরার পরে বাঁধবে তোমায়, রাখবে দেখ প্যাকেট করে।


কী হবে আর আল্লাহ, আল্লাহ,বলে মুখে জিকির করে,

মানত করো সেজদা করো, যদি মাজার কেন্দ্র করে।


কী হবে আর আদেশ মেনে, না বুঝিয়া মর্ম অর্থ?

সত্য অর্জন না করিলে, মানব জনম হবে ব্যার্থ 


কী হবে আর স্বীকার করে, আল্লাহ্ গোলাম, নবীর উম্মত,

অন্যের ক্ষতি করতে গিয়ে, ডেকে আনো নিজের বিপদ।


সৃষ্টিকর্তা বিচার করবে, সব মানুষের অন্তর দেখে,

লোক দেখানো বন্ধ করে,ধর্ম মান অন্তর থেকে।


কি হবে আর হাজার হাজার,আসলে মানুষ জানাজাতে,

অন্যের হক মেরে খেয়ে, ফল হবে না মোনাজাতে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান