কেউ একজন আসবে
খাদিজা বেগম
মনে মনে ভেবে ছিলো মন, কেউ একজন আসবে, এ হৃদয় মোর জয় করে নিতে,
এখন দেখি সেই ভাবনাটা ভুল, আসেনি জয় করতে, এসেছে, এ হৃদয় ভেঙ্গে দিতে।
কতদিন আশায় ছিলাম, কেউ একজন এসে ভালবেসে , আদরে রাখবে ধরিয়া,
এখন দেখি সেই আশা ভুল, সে তো স্বার্থের লোভে
পরিয়া, নিরবে গেলো সরিয়া।
কতরাত এই স্বপ্ন দেখেছি, কেউ একজন এসে থাকবে পাশে, আজীবন রাখবে সুখে,
এখন দেখি সেই স্বপ্নটা ভুল, সুখের বদলে দুঃখের শিক্ষা,
জ্বালাইলো আমার বুকে।
ভাবিনি তো এই হৃদয় হবে, তার আঘাতে চূর্ণ-বিচূর্ণ,
সে দেবে এতো বেদনা।
এতো বেশী ভালবাসি যারে, তবুও সে কাঁদায় আমারে,
ও চোখ তুমি কেঁদনা।
Comments
Post a Comment