অভিমানী স্ত্রী
খাদিজা বেগম
তোমার স্ত্রী হয়ে আমি পাইনি তোমার প্রেমিক হৃদয়,
পরস্ত্রী হয়ে আমি তোমার মনটা করিবো জয়।
তোমার কাছে কোনো একদিন আমি পরস্ত্রী হবো
তোমার সারা দেহো আর মন তখন সবি কেরে নেবো।
সারা রাতের স্বপ্ন হবো দিনেতে হবো ভাবনা,
আমার ঘিরে রবে তোমার সব জল্পনা আর কল্পনা।
বিবেক বুদ্ধি সব হারিয়ে আমায় রাখবে গো ছড়িয়ে,
মাঝে মাঝে হাতের চুড়ি দেবে কানের দুল পড়িয়ে।
ভালো কি আর মন্দ বলি সব কথাতেই হবে মুগ্ধ,
ভিতর বাহির হবে তোমার উৎফুল্ল আর প্রেমে স্নিগ্ধ।
একটু খারাপ হয় যদি মন,ভালো করতে আমার সে মন,
হরেক রকম হরেক রঙের করবে কতো যে আয়োজন।
নিজের সংসার ভেঙ্গে ভেঙ্গে নিজের হাতে সুখ লুটাবে,
শতো হাজার যত্ন নিয়ে আমার প্রেমের ফুল ফুটাবে।
আমি হবো তোমার শুরু ও গো তোমার প্রেমেরই শেষ,
থাকবেনা আর তোমার আমার মাঝে কোনো কষ্ট,ক্লেশ।
জাগরণে আমি রবো, ঘুমের ঘোরে ও আমি রবো,
আমি তোমার ভিতর বাহির সবি দখল করে রবো।
আমায় ছাড়া অন্য কারো জন্য রবেনা সময় আর,
চিন্তায়, ভাবনায় মিশে থাকবো, রাখবো তোমায় শুধু আমার।
বিশেষ দিনের আমার দিবে লাল টুকটুকে একটা গোলাপ,
প্রতি রাতে বাসর হবে করবে তুমি প্রেম আলাপ।
Comments
Post a Comment