এই কথাটা সত্য

 খাদিজা বেগম


যখন হারিয়ে যায়, রাতের ঘুম, দিনের কাজকর্ম,

তখন আর ভালো লাগে না, কোন নিয়ম-কানুন ধর্ম।।


মন চায়, চলে যাই আমি, বহু দূরে পাখি হয়ে উড়িয়া,

বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন, প্রিয়জন সব ছাড়িয়া।


উদাসী হয়ে যায় বোকা মন, জানিনা কোন সে কারণ,

বেপরোয়া মন আমার, মানে না কোন শাসন বারণ।


তবুও তোমায় মনে মনে খুঁজি, ও আমার সৃষ্টিকর্তা,

তুমি ছাড়া আর কেউ নাই, যে দূর করিবে মনের ব্যথা।


এই কথাটা সত্য, আমার নিয়ে তোমার আছে পরিকল্পনা,

এই জীবন, মরণ, সুখ, দুঃখের তুমিই ব্যাবস্থাপনা।


এই অপরাধী সৃষ্টি কে নিয়ে এখনও রয়েছে গল্পের বাকি,

হে শ্রেষ্ঠ গল্পকার আমার গল্পটার শেষে রেখেছ কি?


তাই এখন মরিতে চাই না আমি দেখিতে চাই আমার শেষটা,

 আমার শেষটায় জানিনা কি রেখেছে ও গো মহান শ্রোষ্টা?


প্রতি ভোরে নতুন করে খুলি আমি আমার নয়া আঁখি,

আর এই মনে মনে ভেবে যাই সময় বুঝি বেশী নাই বাকি?


নিশ্চিত জেনে বুঝেও আমি অলোস অবোধ হয়ে থাকি,

তবু আমায় জাগিয়ে দাও গো তুমি তোমার কৃপাতে ডাকি।


এই মহান শ্রষ্টার সৃষ্টি আমি এই আনন্দে ভাসে দুটি আঁখি,

এমন মহান শ্রষ্টা আমি অন্তর ছাড়া কোথায় রাখি?


যার অন্তরে বসত করে দুই জাহানের মালিক আল্লাহ্

তার ভিতরে থাকে না তো কোনো প্রকার হতাশার জ্বালা।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান