কথা

 খাদিজা বেগম


কথার আঘাতে বড় ব্যাথা, কোনো মলমে সাড়ে না,

অহংকারী ধাম্ভীক মানুষ, মার্জিত কথা পারেনা।


কথার আঘাত এমনি তো  , হৃদয়টারে করে ক্ষত,

প্রাণ পাখি ছটফটিয়ে মরে, তিক্ত কথায় আহত।


হৃদয় হতে আঁখিতে আসে, ক্ষত ঝরানো শ্রাবণ,

পাঁজর ভাঙ্গা মনের ব্যাথা, বুকেতে তোলে প্লাবন।


ছোট বুকে শত কষ্ট, তখন রাখা যায় না চেপে,

হৃদয় কম্পে হৃদয় ফাটে, ব্যাথিত বুক কেঁপে কেঁপে।


যা খুশী তাই বলো না কেউ, কথার কথা বলতে মানা,

কাউকে কিছু বলার আগে, সঠিক ভাবে নিজে জানা।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান