অনুতপ্ত
খাদিজা বেগম
বাবা, মা সব হারাবার পর, এখন আমি অনুতপ্ত,
আমি আমার সন্তানদের, ক্ষিপ্ত কন্ঠ করি রপ্ত।
পিতা-মাতা আমায় ডাকলে, তাঁদের ডাকে দেইনি সাড়া,
অজুহাতে চলে গেছি, দেখিয়েছি মিথ্যে তাড়া।
যে ভুল করেছি জীবন ভর, তাতেই আমি অভিশপ্ত,
ক্ষমা করে দিও মোরে, এখন আমি অনুতপ্ত।
একটি দিনও দেইনি তুলে, খাবার মেখে তাদের মুখে,
ভালবাসি বলে আমি, টেনে নেইনি আমার বুকে।
তাই তো আমার সন্তান হতে, নির্মম নিষ্ঠুর আঘাতপ্রাপ্ত,
সন্তান হতে আঘাত পেয়ে, এখন আমি অনুতপ্ত।
নিজ হাতে ঐ হাত ধরে, বৃদ্ধাশ্রম রেখে ছিলাম,
বাবা, মাকে এমনি করে, আমি জ্যান্ত মাটি দিলাম।
নিজের বাড়ি গেল ছাড়ি মৃত্যু আসার আগেভাগে,
এমন ঘৃণিত কাজ করার জন্য অনুতাপ জাগে।
আমার সন্তান আমায় রেখে আমার বাড়িতে সুখে তৃপ্ত,
আমি এখন বৃদ্ধাশ্রম, এই ঠিকানা আমার প্রাপ্ত
কান্না বিজড়িত কন্ঠে আমি এখন অশ্রুসিক্ত,
ছিঃ ছিঃ আমি কি করেছি, আজ নিজেকে লাগে তিক্ত।
এই ভুলের নেই কোনো মাশুল, এই বেদনার নেই সমাপ্ত,
আজ বিবেকের আদালতে আমি পাপি দন্ডপ্রাপ্ত ।
Comments
Post a Comment