প্রতিভা

 খাদিজা বেগম


জংলী ঘাসে ভরে আছে, ও তোর মেধা নামের ভুঁই,

তোর প্রতিভা রইল পতিত, কোথায় কোথায় থাকিস তুই?


আয় ছুটে আয় চাষ করিতে, দ্বিধা-দ্বন্দ্ব শঙ্কা থুই,

তোর প্রতিভা অমুল্য ধন, বুঝলি না তার মূল্য তুই।


অপচয় আর অলসতা, কেটে কুটে ছেটে নে,

তোর প্রতিভা কিসে আছে, খুঁজে টুজে বুঝে নে।


তোর শ্রেষ্ঠত্ব সবার উপর, বুদ্ধিমত্তায় তুই বাবুই,

সেই শ্রেষ্ঠত্ব ভুলে কেন, পর আশ্রিত হও চড়ুই?


 আয় ছুটে আয় চাষ করিতে, ভয়ভীতি জয় করিয়া,

জেগে উঠে ঘুরে দাঁড়া, নিজেকে নে গড়িয়া।


মেধা মননে  মেধাবী, আগ্ৰহটা নেই শুধুই ্

ক্ষিপ্ত কর্মে দ্বীপ্ত হয়ে আলোকিত হবি তুই।


আয় ছুটে আয় কাল বয়ে যায় কাজ সুরু করে দে তুই,

দেখিয়ে দে আসমান ছুঁয়ে তোর তুলনা শুধু তুই।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান