পরিবর্তন

 খাদিজা বেগম


ভেবে ছিলাম তুমি শুধুই আমার

কখনো অন্য কারো হবে না আর,

পৃথিবীর সব পরিবর্তন হলেও

 পরিবর্তন হবেনা গো তোমার।


তুমি পরিবর্তন হয়ে বুঝিয়ে দিলে

পৃথীবির সব পরিবর্তনশীল,

তোমার আমার যত ছিল মিল

আজ যেন ততটাই অমিল।


দিনের পরিবর্তনে হয় রাত

 রাতের পরিবর্তনে হয় দিন,

পৃথিবীর শুরু থেকে পরিবর্তন 

এমনি করে চলছে চলবে চিরদিন।


কাছের মানুষ দূরে চলে যায়

ফের দূরের মানুষ কাছে আসে,

প্রিয় মানুষ হয়ে যায় ঘৃণিত

ঘৃণিত জন আবার ভালবাসে।


জোয়ার পরিবর্তন হয় ভাটায়

ভাটা পরিবর্তন হয় জোয়ার,

প্রেম ভালবাসা পূর্ণ করা বুক

বিরহ অসুখে করে হাহাকার।


আবেগীয় মানুষ স্বপ্নে ডুবিয়া

বাস্তবে ভেঙ্গে দেয় তার সংসার,

বিবেক বুদ্ধি ছেড়ে আবেগ ধরে

ধীরে ধীরে চলে যায় অন্ধকার।


বিবেকহীন মানুষের দুটি চোখ 

অন্ধ চোখের চেয়েও আরো মন্দ,

ক্ষুদ্র স্বার্থ কেন্দ্র করে ঘরে বাইরে

সমাজ সংসারে করে তারা ধন্ধ।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান