আমার আমি

 খাদিজা বেগম


যদি আমার ভিতর থেকে, আমার আমি চলে যায়, 

আমায় ধরে রেখ না কেউ, হাসি মুখে দিও বিদায়।


তারে ছাড়া অচল আমি, চলবো না আর এই দুনিয়ায়,

তাড়াতাড়ি বিদায় দিও, কোন গন্ধ যে না ছড়ার।


দূরে দূরে সরে থেকো,ছুইয়ো না কেউ যেনো আমায়,

আদর,সোহাগ লাগবে না আর, ব্যাথা লাগবে আলতো

 ছোঁয়ায় ‌।


নিজের বাড়ি, নিজের ঘরে, নিজের মতো থাকতে মন চায়,

তোমাদের ঘর বাড়িতে আর, ভুল করেও খুঁজ না আমায়।


হবো না আর কষ্টের কারণ,দেবো না আর কাউকে কষ্ট,

আমার জন্য আর হবেনা, কারো একটু সময় নষ্ট।


কারো জীবন হবেনা তো, আমার জন্য আর অতিষ্ঠ,

যাব না আর কারো কাছে, আমি হবো না ঘনিষ্ট।


আজ থেকে শেষ হলো যেনো, তোমার আমার যন্ত্রণার দিন,

ক্ষমা করে দিও মোরে, জীবন ভর যা করেছি ঋণ।


বার বার চেয়ে ছিলে তুমি, আমার ছেড়ে সুখে থাকতে,

আজকে আমি চলে যাচ্ছি, কেন চাচ্ছ বেঁধে রাখতে?


থাক তুমি তোমার মতো বাঁধ হবোনা তোমার পথে,

বিরোধিতা করবো না আর, ন্যায় কি অন্যয় কোনো মতে।


আমার মৃত্যু, মৃত্যু নয়, এযেনো গো আমার মুক্তি,

মৃত্যুর পরে এতো স্নেহ মমতার কি আছে যুক্তি।


অনাদরে, অবহেলায়, ফেলে রেখে ছিলে আমায়,

আজকে কেনো আদর, আহ্লাদ, যখন আমায় ঘোরে নামায়।


বেঁচে থাকতে মুছে দাও নি যার নয়নের যন্ত্রনার জল,

তার মৃত্যু পর কেনো এতো কান্নাকাটি, বাঁধ ভাঙা ঢল?


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান