নষ্ট নর নারী
খাদিজা বেগম
০৬/২০/২০
এই সমাজে কিছু নোংরা মনের নির্লজ্জ নষ্ট নর নারী আছে,
যারা অন্য জনের স্বামী কিংবা অন্য জনের স্ত্রীর মেসেঞ্জারে চুম্বকের মত লেগে থাকে,
সকাল, দুপুর, বিকাল, এমনকি রাত একটা দুইটা পর্যন্ত,
এমন নির্লজ্জ কর্ম কান্ড করে, তা দেখলে মনে হবে এ যেন তারি স্বামী কিংবা এ যেন তারি স্ত্রী,
ওপাশ থেকে যদি মেসেজের উত্তর না আসে , নির্লজ্জের মত আবার মেসেজ দেবে, কি ব্যস্ত না কি?
তুমি কি চিন্তিত?
এর পর যদিও উত্তর না আসে, আবার জান, আমার জান তুমি কি করছো? আমারা সাথে রাগ করেছ নাকি ?
এর পরে ওপাশ থেকে উত্তর!
না জান, আমি রাগ করি নি, আমি কি তোমার সাথে রাগ করতে পারি, আমি চিন্তিত নাই, তবে ব্যস্ত আছি জান,
আবারো নির্লজ্জের মত মেসেজ দেবে, বলনা গো শুনি কি এমন কাজে ব্যস্ত তুমি?
ভাবখানা এমন যেন সে নিজের স্বামীর কিংবা নিজের স্ত্রীর কাছে কৈফিয়ত চাচ্ছে,
এদের নিজেদের তো কোন চরিত্র নেই, পবিত্র সম্পর্কের মানে এরা কি বুঝবে ?
এরা নিজের স্ত্রীর সাথে কিংবা স্বামীর সাথে মধু মাখা আলাপ করতে পারে না, কারণ নানান মিথ্যা অজুহাত যেমন,
কাজের চাপ সময়ের অভাব, বাজার ঊর্ধ্বমুখী খিটখিটে মেজাজ, পকেটে টাকা নেই মাথা গরম , পান থেকে চুন খসলেই বোমার মতো নিক্ষিপ্ত হয় অশ্লীল ভাষা,
কিন্তু বন্ধুকে নিয়ে ঘোরা ফেরা, কেনাকাটা, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টার আর বন্ধুর জন্মদিন, বিবাহ বার্ষিকী উপলক্ষে তাকে উপহার দিয়ে হৌচৌ করার আদর আহ্লাদ করার সময় ও টাকা অফুরন্ত,
এরা নিজেরা নোংরামি করে তৃপ্তি লাভ করে না,
এরা সুন্দর পবিত্র সরল মানুষগুলোকে ছলে বলে, কলে কৌশলে নানান প্রলোভনে ফাঁদে ফেলে নানান অন্যায়, অনিয়ম, অশ্লীল, নোংরা কাজে যুক্ত করে তৃপ্তি পায়।
এরা নিজেরা নিজেদের ঘরে, নিজেদের সমাজে, নিজের প্রিয় মানুষগুলোর কাছে দায়িত্বহীন, মূল্যহীন, মিথ্যাবাদী, অপদার্থ, বিশ্বাস ঘাতক, তাই অন্যদের সাথে চুম্বকের মত লেগে থাকে এই নির্লজ্জ নামের ভাইরাস তাদের ভিতরে ঢুকিয়ে দেয়।
এরাই সেই অভিশপ্ত শয়তান, যারা মানুষের রুপ ধারণ করে মানুষের সমাজে বাস করে,
বিশ্বাস্ততার অভিনয় করে , বিশ্বাস ঘাতক হয়ে হৃদয়ে ছোবল দেয়।
এরাই সেই অভিশপ্ত শয়তান, যারা পবিত্র, সুন্দর ও মধুময় সম্পর্কের মাঝে বিষ ঢেলে দেয়,
জান্নাতে মত সুখের ঘরে জাহান্নামের আগুন লাগিয়ে দেয়।
মহান আল্লাহর কসম করে বলছি, আপনি কি করছেন আর কি ভাবছেন তা মহান আল্লাহ নিজেই দেখিতেছে,
পবিত্র ফেরেস্তারাও তা লিখিতেছ।
তাই আসুন মহান আল্লাহ্ বিচার কে ভয় করুন,
আর কখনো এই কথা ভুলে যাবেন না যে,
এই পৃথিবী আপনাকে ছেড়ে দেব, না হয় আপনিই এই পৃথিবী ছেড়ে চলে যাবেন,
কিন্তু আপনার কর্ম ফল আপনাকে ছেড়ে দেব না,
আর আপনি ও আপনার কর্ম ফলকে ছাড়তে পারবে না।
একবার ভেবে চিন্তে দেখুন এই নোংরামির কারনে
কতজনের হৃদয় ভাঙ্গল, কতজনের ঘর ভাঙ্গল, কত নিষ্পাপ শিশু পিতা মাতা থেকেও এতিম হলো!
এমনকি এই পরকিয়াকে কেন্দ্র করে কত অগুনিত জীবন
অকালে হারিয়ে গেল।
এর চেয়েও ভয়াবহ বিষয় হলো, আপনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ হয়ে জন্ম নিয়েও শয়তানের চেয়ে ও নিকৃষ্ট ,নোংরা, নষ্ট কর্ম কান্ড করছেন,
আর এ জন্য মহান আল্লাহ সুবহানাহু তায়ালা আপনার উপর খুশী হয়ে আপনাকে পরম সুখের জান্নাতুল ফেরদাউস দান না করলেও, শয়তান আপনার উপর অনেক অনেক খুশী হয়ে আপনাকে বন্ধু বানিয়ে একসাথে জাহান্নামে গিয়ে জাহান্নামের আগুনে পুড়বে।
তখন ব্যাপারটা কেমন হবে ??
কলমেঃ খাদিজা বেগম
০৬/১০/২০২০
Comments
Post a Comment